হাউজ অব এনইউবিডিয়ানসের ম্যাগাজিন ‘জানালা’র মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘হাউজ অব এনইউবিডিয়ানস’ তিন বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ‘এনইউবিডিয়ানস জানালা’ নামের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেছে প্ল্যাটফর্মটি।
গতকাল বুধবার রাজধানীর বনানীস্থ বুয়েট ক্লাবে ‘এনইউবিডিয়ানস জানালা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের সিইও ও এমডি সৈয়দ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ, নগদ-এর সিএমও শেখ আমিনুর রহমান, হাউজ অব এনইউবিডিয়ানস-এর সিইও পলাশ সকাল, ডিরেক্টর তারেক বাবলু, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মাইদুল ইসলাম এবং এনইউবিডিয়ানস জানালা-এর সম্পাদক নুরুল করিম।
এবারের ম্যাগাজিনের প্রচ্ছদ স্টোরি করা হয়েছে কর্পোরেট মার্কেটিং গুরু সৈয়দ আলমগীরকে নিয়ে। তার জীবনের নানা দিন উঠে এসেছে তাতে। এছাড়া ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সাক্ষাৎকার, খালেদ আহমেদ লিখেছেন ক্যারিয়ার গড়ার ট্রিকস, রয়েছে ফারুক আহমেদের গল্প।
উল্লেখ্য, দেশের বৃহত্তম শিক্ষাঙ্গন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪ লাখ শিক্ষার্থীর আত্মোন্নয়নের মধ্য দিয়ে দেশের সিংহভাগ যুবসমাজের মানসিক কাঠামোর পরিবর্তন এবং দক্ষতা বৃদ্ধিতে টেকসই উন্নয়ন ও দেশ গঠনে অবদান রাখতে ২০২০ সালের ১ জুলাই ব্যতিক্রমী এই উদ্যোগ শুরু করেন পলাশ সকাল। প্রতিষ্ঠার ২ বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি দারুণ সাড়া জাগায়।
এখন পর্যন্ত এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। গঠিত হয়েছে ২৫টি ক্যাম্পাস দল এবং ৮টি জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, এই ২ বছরে অনুষ্ঠিত হয়েছে ৩১১টি ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের কথা মাথায় রেখে আয়োজিত হয়েছে ৭৮টি ট্রেনিং সেশন। এছাড়া ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এই প্লাটফর্ম।
বর্তমানে বেশকিছু বিষয়ের ওপর চলছে হাউজ অব এনইউবিডিয়ানসের কার্যক্রম। সে তালিকায় আছে চাকরি সম্পর্কিত ক্লাস, চাকরি খুঁজে পেতে সাহায্য করা থেকে শুরু করে আত্মোন্নয়ন বিষয়ক সেশন, সফল ব্যক্তিত্বের গল্পও। শিক্ষার্থীদের জন্য নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে কুইজ প্রতিযোগিতা।