বন্ধ থাকবে কার্যক্রম, মিটারে ব্যালেন্স রাখার অনুরোধ ডেসকোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী তিন দিন (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে। কারিগরি উন্নয়ন কার্যক্রমের জন্য মিটারে রিচার্জ বন্ধ থাকবে। এ জন্য সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে ডেসকোর পক্ষ থেকে।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডেসকোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বলে আগামী ৩০ জুন রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে।
এ জন্য এ সময় সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডেসকোর কল সেন্টারের ১৬১২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মিটার ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে।