রাজধানীতে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৪ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৪ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
আজ শনিবার (২৫ জুন) আগাসাদেক রোড এলাকায় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন- মো. ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন(২৮)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক গণমাধ্যমকে জানান, আগাসাদেক রোডের ৫৬ নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে আগুন লেগেছে; এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজনের অবস্থাকেও শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।