সীতাকুণ্ড বিস্ফোরণে ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ এএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১২ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম গাউসুল আজম।
গতকাল শনিবার (১১ জুন) দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন জানান, গাউসুলের শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। সাথে তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘটনার পরদিন তাকেসহ সাত জনকে ঢাকায় নিয়ে আসা হয়। ওই দিনই তাকে ভর্তি করা হয় আইসিইউতে।
পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট। মাঝে কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। কিন্তু সর্বশেষ তার অবস্থার আবার অবনতি হলে তাকে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়। তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গায়। ২০১৮ সালে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন গাউসুল। সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি।
বিএম ডিপোতে উদ্ধারকাজ চালাতে গিয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হলো। এর আগে নয়জন ফায়ারফাইটারের মৃতদেহ পাওয়া গেছে।
গাউসুল আজম ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
গত শনিবার রাতে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ৬১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।