নিবর্তনমূলক আইন বাতিলের দাবি সিএন্ডএফে’র
শরিফুল হাসান, দিনকাল
প্রকাশ: ০৫:৪২ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নিবর্তনমূলক আইন ও বিভিন্ন বিধি বিধান বাতিলের দাবিতে আজ বুধবার রাজধানীতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব সুলতান খান।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়,লাইসেন্স বিধিমালা-২০২০ এর বিধি: ১৫(৫)ঘ, ১৯(খ)(আ),২৩(১)ঞও এবং ২৪(৪)সি এন্ড এফ ব্যবসায়ীদের স্বার্থবিরোধী হওয়ার উক্ত বিধি সমূহ সংশোধন। শুল্ক মূল্যায়ন বিধিমালা ২০০০ যথাযথভাবে বাস্তবায়ন করা। এইচ এস কোর্ড ও সিপিসি(H.S.CodeI ও CPC) ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তি মূলক ব্যবস্থা ও নিবর্তনমূলক বিধি বিধান বাতিলের দাবি করা হয়।
অযৌক্তিক কারণে সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা ২০২০ ও কাস্টমস-১৯৬৯ এর ধারা - ২০৯ মোতাবেক কার্যক্রম গ্রহণ না করে এবং সিএন্ডএফ এজেন্টের আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদানের সুযোগ না দিয়েই এইন লোক (AIN Lock) করা বা লাইসেন্স সামিয়ক বাতিল করা বা কোন দোষ প্রমাণিত না হলে জরিমানা আরোপের মত নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ বন্ধ করাসহ সিএন্ডএফ ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থবিরোধী বিধি/উপ-বিধি বাতিলের/সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সমন্বয়কারী দেলোয়ার হোসেন দেলু, ঢাকা কাস্টম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আসলাম, আইন সম্পাদক দুলাল হোসেন, কাস্টম সম্পাদক বেলায়েত হোসেনসহ ঢাকা-চট্টগ্রাম বেনাপোল মংলা ভোমরা বুড়িমারী এর নেতৃবৃন্দ।