রাজধানীতে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০০ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক।
পুলিশ বলছে, দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’