বিএসইসির সহকারী পরিচালকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
পান্থপথে নিজ বাসা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।
আজ সোমবার (৩০ মে) সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি উৎপল বড়ুয়া বলেন, রোববার (২৯ মে) রাতে পান্থপথের তিনতলার বাসা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেহেদীর বাড়ি ফরিদপুরে ভাঙ্গা উপজেলায়। পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় ওঠেন। এখানে ব্যাচেলরের মতো একাই থাকতেন তিনি। মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা আছে, ঘুম কম হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।