রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আইস-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৬০৫ পিস ইয়াবা বড়ি, ১৮৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৪৭ কেজি ৭৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল, ৩ বোতল দেশিমদ ও ১ গ্রাম নেশাজাতীয় আইস উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।