আল-আকসায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ২২ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সুইডেনে পবিত্র কোরআন অবমাননা এবং আল-আকসা মসজিদে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ বিক্ষোভের আয়োজন করে।
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। পরে এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পির)। তিনি বলেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার জন্য সরকারকে নিন্দা জ্ঞাপনের আহ্বান জানাচ্ছি।
চরমোনাই পির বলেন, আল-আকসা মসজিদে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে পরিষ্কার বলতে চাই, সারা বিশ্বের মুসলমান সোচ্চার হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এ সময় সব মুসলমানকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার অহ্বান জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, জাতিসংঘ এখন ইসলাম রক্ষার অন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে। অর্থবহ কোনো কাজ করতে পারছে না। সেটা এখন জাতিসংঘ নয়, মুসলমান নিরোধ সংঘ হিসেবে কাজ করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, সুইডেনে কোরআন পোড়েনি, গোটা মুসলমান জাতির কলিজা পুরেছে। হুশিয়ার করে বলছি, কখনও কোরআনে আঘাত হানবেন না।
বিক্ষোভ সমাবেশে অন্যান্য বক্তা বলেন, ইসরায়েল বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা আল আকসায় বার বার হামলা করে নিরীহ-নিরাপরাধদের হত্যা করেই যাচ্ছে। জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের সব মানবাধিকার সংগঠনগুলোকে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।