রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ এএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৯৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা, ৪৫০বোতল ফেন্সিডিল ও ৮০ গ্রাম নেশাজাতীয় আইস উদ্ধার করা হয়।
ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে।