বাসাজ’র পক্ষ থেকে ডিইউজে’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ সাংবাদিক জোটফাউন্ডেশনের (বাসাজ) পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র নব-নির্বাচিত সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ শনিবার (২ এপ্রিল) এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক আল-আমিন শেখ সহ অন্যান্যরা।
এসময় বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা ডিইউজে’র নবনির্বাচিত নেতৃত্তের কাছে সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এরপূর্বে ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী সংসদে উত্থাপিত গণমাধ্যম কর্মী আইন সংশোধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন।