সদরঘাটে লঞ্চে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে।
আজ রবিবার (২৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে অ্যাডভেঞ্চার-৯ নামের লঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে তাঁরা লঞ্চে আগুন লাগার খবর পান। সকাল ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।
সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল। লঞ্চের পেছনের অংশ দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে যায়। তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন। এসময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিমরুমের কিছু হয়নি। সেখানে আগুন লাগেনি।