উত্তরায় ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার একটি মেসে রুমমেটের ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, রুমমেটের ছুরিকাঘাতে নিহত পোশাকশ্রমিকের নাম মো. ডালিম (২৭)। এ ঘটনায় ডালিমের রুমমেট মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান মো. ইলিয়াস বলেন, ডালিম ও মনসুর উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি মেসের একই রুমে থাকতেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুর ছুরি নিয়ে পেছন দিক থেকে ডালিমের পিঠ ও হাতে আঘাত করেন।
আকতারুজ্জামান ইলিয়াস আরও বলেন, ছুরিকাঘাতে ডালিম মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় ডালিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোররাত সাড়ে চারটার দিকে ডালিম মারা যান।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই মনসুরকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন ডালিমের স্বজন। এখন সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।