সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ১৮ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ শুক্রবার সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।
ছোট মেয়ে নওরিন জানান, সকালের দিকে বাবার শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বাবাকে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমার নামাজের পর উত্তরায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেয়া হবে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
সেখানা জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ে লাশ যাওয়া হবে ফরিদপুরের নিজ গ্রামে। সেখানে পারিবারিক গোরস্তানে তার মরদেহ সমাহিত করা হবে।