মিরপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর মিরপুরে শাহ আলী মাদ্রাসার সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে মোছা. সামান্তা আক্তার (২০) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু নিলয় জানান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন সামান্তা। রাতে ইউনিভার্সিটির পিকনিক শেষে আমি তাকে মিরপুরের বাসায় পৌঁছে দিচ্ছিলাম। বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সামান্তা। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, সামান্তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুরে। তার পিতার নাম নুরুল আলম।