রামপুরায় আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৫:১৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার রামপুরার চৌধুরীপাড়ায় ভাঙারির দোকানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে ২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (৭ মার্চ) তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা আইসিইউতে ছিলেন। মৃত নাদের আলী ছিলেন ভাঙাড়ি দোকানের মালিক। এর আগে, শনিবার (৫ মার্চ) দুপুরে মারা যায় হেলাল।
ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা।