ধর্ষণ ও গুমের চেষ্টায় ওসি, এসআই, যুবলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৪ পিএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মিথ্যা বিয়ের কথা বলে নারীকে ধর্ষণ ও গুমের চেষ্টার ঘটনায় যুবলীগ নেতা, হাতিরঝিল থানার ওসি, এসআইসহ মোট ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারী জানান, মামলার ১ নম্বর আসামি তানীম রেজা বাপ্পী ২০২০ সালের ২২ অক্টোবর ভুয়া কাবিননামা তৈরি করে বিয়ের কথা বলে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো।
এ বিষয়টি বুঝতে পেরে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে নানাভাবে হয়রানি করে। পরবর্তীতে মামলার প্রধান আসামি এবং ভুক্তভোগীর কথিত স্বামী বাপ্পীসহ তার সহযোগীরা নারীকে রিকশা থেকে তুলে নিয়ে হত্যা ও গুমের চেষ্টা করে।
পরবর্তীতে হাতিরঝিল থানায় মামলা না নিলে আজ মঙ্গলবার দুপুরে যুবলীগ নেতা জাভেল হোসেন পাপন, হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ, ওসি তদন্ত মহিউদ্দিন ফারুক, ওসি অপারেশন গোলাম আজম ও দুই এসআই'সহ ১৩ জনের বিরুদ্ধে ধর্ষণ আইনে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল নং ৭ এ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
মামলার ৫ নম্বর আসামী জাভেল হোসেন পাপন, বর্তমানে ৩৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, ক্যাসিনো কান্ডে সম্রাটের সহযোগী ছিলেন।