নারীকে ৬ টুকরো : সেই জিতেশ ঢাকায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসির ভিতর থেকে শাহনাজ পারভিন জোস্না (৩৫) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক ফার্মেসি মালিক জিতেশ গোপকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানী ঢাকা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি পুলিশের পক্ষ থেকে বেলা ১টায় তাকে জানানো হয়েছে, জিতেশ গোপকে তারা গ্রেফতার করেছেন। এর আগে, বৃহ্স্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটে জিতেশের অভি মেডিকেল হলে তালাবদ্ধ ফার্মেসি থেকে তিন সন্তানের মা শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) ছয় খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুন হওয়া নারীর স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌর শহরের পৌরসভার পেছনের আবাসিক এলাকায়। তার স্বামী সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া। গত বৃহস্পতিবারই গভীর রাতে নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে খুনের মামলা দায়ের করেন।