ইনসাফ বারাকাহ হাসপাতালের সাথে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কর্পোরেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৪ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইনসাফ বারাকাহ হাসপাতালের সাথে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কর্পোরেট (স্বাস্থ্য সেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের জন্য ডিসকাউন্ট সুবিধা প্রদানের লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সাথে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর বারাকাহ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা, ভাইস প্রেসিডেন্ট নাসিম সিকদার, অর্থ সম্পাদক মইন উদ্দিন আহমেদ, দফতর সম্পাদক আজিজ ফারুকী, প্রচার সম্পাদক মোবারক হোসেন এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: হাফিজুর রহমান, এসিসট্যান্ট ম্যানেজার (মিডিয়া ও বিপণন) এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুসসহ হাসপাতালের কর্মকর্তা ও এসোসিয়েশনের সদস্য নবীউল ইসলাম নয়ন। এখন থেকে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হসপিটালের ডায়গনস্টিক পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।