বারিধারায় ৬ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৫:১৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৪টা ২৪ মিনিটে রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।
প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩০ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।