এবার ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী শিখা রানী ভরানী (৫৫) নিহত হয়েছেন। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন বলে জানা গেছে।
আজ রবিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নকর্মী। ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।