রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৯টি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইট সূত্রে জানা যায়, পুলিশ তাঁদের কাছ থেকে ৩ হাজার ৯৮৯টি ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৭০ গ্রাম গাঁজা, নেশাজাতীয় ১০টি ইনজেকশন, ৩ লিটার দেশি মদ ও ১ লিটার ৭৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে।
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।