রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়াই ঢাকা মিশন শেষ করছেন মিলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা মিশন শেষ করতে যাচ্ছেন তিন বছরের বেশি সময় সফলতার সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) অপরাহ্নে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করছেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে মিলার তার পূর্বনির্ধারিত সব অফিশিয়াল সাক্ষাৎ সম্পন্ন করেছেন। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ঝুঁকিসহ বিভিন্ন কারণে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রাচার অনুয়ায়ী বিদায়ী দূতরা রাষ্ট্র ও সরকারপ্রধানের সাক্ষাৎ পেয়ে থাকেন। সাধারণত ন্যাচারাল বাধা, বিরক্তি বা বিব্রতকর কোনো পরিস্থিতি না হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বঞ্চিত করা হয় না।
পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিশ্চিত করেছে যে, কূটনৈতিক শিষ্টাচার মতে, বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা রাষ্ট্রদূত মিলারকে বিমানবন্দরে আন্তরিক বিদায় জানাবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মিলার। বিদায়ী বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ মিশনকে তিনি তার পেশাগত জীবনের শ্রেষ্ঠ সময় বলে আখ্যা দিয়েছেন।