রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২৩ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-ফেনসিডিল এবং অন্যান্য মাদকসহ ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- ১৮২ গ্রাম ১৭৫ পুরিয়া ১০০ পাতা হেরোইন, ৬৫০২ পিস ইয়াবা বড়ি, ৮৫ কেজি ৯১০ গ্রাম গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল।
গ্রেফতার ৭৪ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে ৫৫ টি।