রাজধানীর গুলিস্তানে বাসচাপায় নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়ায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১২ জন।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় যায়নি। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মেঘলা পরিবহনের ওই বাসটি ফ্লাইওভার থেকে নামার পরপরই ব্রেক ফেল করে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১০-১২ জন।
এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)। ঢামেকে চিকিৎসাধীনরা জানিয়েছেন, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।