বাংলামোটরের রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ পিএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন যমুনা টিভির ফ্লোরে ছিল। এর চেয়ে বেশি ছড়াতে পারেনি। আগুনের ক্ষয়ক্ষতি জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে, আজ সকাল ১১টার দিকে ভবনটিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।