সার্ক ফোয়ারায় ফাটল : পান্থপথ সড়কে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ পিএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে ফোয়ারার পানি গড়িয়ে পান্থপথের সড়কের একাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী এবং যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সোমবার ভোররাতে সার্ক ফোয়ারার এরিয়া দেয়ালে ফাটল দেখা দেয়। তখন থেকেই ফাটলের অংশে পানি গড়িয়ে পড়তে থাকে। দিনভর পানি গড়িয়ে জলাবদ্ধতার সৃষ্টি হলেও তা সমাধান করেনি ওয়াসা কর্তৃপক্ষ।
বিকেলে সরেজমিনে দেখা যায়, সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়াল ফেটে পানি গড়াচ্ছে। এতে ওই অংশের রাস্তার বিটুমিনও উঠে গেছে। কয়েকটি গর্তেরও সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।
সার্ক ফোয়ারা মোড়ে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট মো. শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, (রোববার) রাত ৩টার দিকে রাস্তায় পানি ছড়িয়ে পড়ে। পানির উৎস খুঁজতে গিয়ে দেখি সার্ক ফোয়ারার এরিয়ায় ফাটল রয়েছে। সেখান দিয়েই পানি বের হচ্ছে। তবে কী কারণে তা আমরা জানি না।
জানতে চাইলে ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের ম্যাকানিক ফারুক মল্লিক বলেন, আমরা খবর পেয়েছি দুপুর ২টার দিকে। কিন্তু যেখান থেকে পানি বন্ধ করবো তার ওপর একটা ব্যক্তিগত গাড়ি রাখা ছিল। মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই বন্ধ করতে দেরি হয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে গাড়ির মালিককে খুঁজে গাড়ি সরিয়েছি। পানি বন্ধ করার কাজ চলছে।