পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ১১ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:১০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ছেলে সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। গতকাল ১০ জুলাই দিবাগত রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। খবরটি ঢাকা মেইলকে ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
এবার জানা গেলে সন্তানের নাম। চাষী তার ছেলের নাম রেখেছেন নূর ফারিস্তা। অভিনেতা বলেন, ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। চাষি আলম জানান, এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে।
এদিকে ছড়িয়ে পড়েছিল কন্যা সন্তানের পিতা হয়েছেন চাষী। এ নিয়ে ঢাকা মেইলকে অভিনেতা বলেন, ‘কেউ কেউ বলছেন, কন্যা সন্তানের বাবা হয়েছি। বিষয়টি ভুল। পুত্র সন্তানের বাবা হয়েছি আমি।’
এ সময় সবার কাছে দোয়া চেয়ে চাষী বলেন, ‘মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিনেমা ‘ফিমেল-৪’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।