যতই চাপ আসুক পরীমণির সঙ্গে সমঝোতা করব না: নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৯ জুন,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৪৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত মঙ্গলবার (২৫ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এতে অনেকের ধারণা, হয়তো এখানেই নিষ্পত্তি হচ্ছে মামলাটির। তবে নাসির উদ্দিন বলছেন অন্য কথা। যতই চাপ আসুক এর শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন নাসির উদ্দিন মাহমুদ। পরীমণির সঙ্গে কোনো সমঝোতার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এরইমধ্যে সমঝোতার প্রস্তাব এসেছে। বিভিন্নভাবে আমার ওপর কিছুটা চাপও এসেছে। কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ব এবং বিচার পাব বলে আশা করছি।
এ সময় সমঝোতা প্রসঙ্গে এ ব্যবসায়ী বলেন, প্রশ্নই ওঠে না। আমার ওপর যতই চাপ আসুক আমি সমঝোতা করব না।
চাপ কারা দিচ্ছে? উত্তরে এ ব্যবসায়ী বলেন, তার (পরীমণি) সঙ্গে সমাজের অনেক বিশেষ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আছে বা ছিল। এরইমধ্যে আপনারা অনেক কিছু জেনেছেন। সেসব মহল থেকে চাপ আসতেই পারে।
২০২১ সালে সাভার বোট ক্লাবে ভাঙচুর চালান পরীমণি। ক্লাবের পরিচালক নাসিরের বিরুদ্ধে করেছিলেন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা। পরে নাসিরও পরীসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ঠুকে দেন মামলা।