পরী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ পিএম, ২৪ জুন,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৫৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নানি-দাদির কাছে ছোটবেলায় রূপকথার গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি রূপকথার গল্পে একটি অন্যতম কাল্পনিক চরিত্র হল পরী। আমাদের শৈশবকে রঙিন করে রাখতে এ চরিত্রটি ছিল অন্যতম।
মজার ব্যাপার হল- পরী দিবস আজ। বিশ্বব্যাপী প্রতি বছরের ২৪ জুন দিবসটি উদযাপন করা হয়।
বিশ্বের প্রায় প্রতিটি সংস্কৃতিতে পরী আছে এবং তাদের ডাকা হয় নানা ধরনের নামে। তবে, সব জায়গাতেই একটি সাধারণ মিল আছে, সেটা হল পরীরা আত্মা এবং আমাদের চারপাশে বসবাস করে।
ছোটবেলায় আমরা ডানাযুক্ত পরীর কথা শুনেছি বিভিন্ন গল্পে, যারা ফুলের চারপাশে ঘুরে বেড়ায়। পরীরা দেখতে অনেক সুন্দরী। প্রজাপতির মতো নরম ও কোমল তাদের ডানা। তাদের ত্বক ফর্সা এবং মাথার চুল অনেক লম্বা ও মসৃণ। তারা এতই সুন্দর যে, মানুষের সৌন্দর্যকে পরীর সঙ্গে তুলনা করা হয়। শিশুদের কাছে পরী অত্যন্ত প্রিয়। এতটাই প্রিয় যে, কাল্পনিক চরিত্রটি মগ থেকে শুরু করে টি-শার্ট পর্যন্ত সবখানেই প্রিন্ট করা হয়।
রূপকথার কাল্পনিক এ চরিত্রটিকে সম্মান জানাতে বিশ্বজুড়ে নানা উৎসব রয়েছে। পরী দিবসে আপনি আজ পড়তে পারেন রূপকথার কোন গল্পের বই। তাহলে আপনার সময়টা ভালো কাটবে।