অভিনয় কতটুকু ধারণ করি এই কাজ দেখে মানুষ বুঝবে: তাহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:০৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দুই বছরের বিরতি শেষে পর্দায় আসছেন তাহসান খান। ‘বাজি’ সিরিজে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে। কাজটির সঙ্গে নিজেকে মানানসই করতে ওজনও বাড়াতে হয়েছে তাহসানকে।
এই অভিনেতা বলেন, গল্পে আমি একজন সুপারস্টার ক্রিকেটার। যার ক্যারিয়ারের একদম শেষে বিকেলে চলে এসেছি। এজন্য দেখেন আমার ওজন বাড়িয়েছি, বয়সটাও বেশি, কাঁচাপাকা চুল। জীবনে অনেক কিছু অর্জন করার পরও কিছু ইনসিকিউরিটি সবার মধ্যেই থাকে। ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই, একজন মানুষ কত রকমের বাজি নিতে পারে। আমরা প্রতিটি মানুষই জীবনে বাজি নিই। ভাবি, এই কাজটা করলে এই রিটার্নটা পাব। কিন্তু অনেক সময় আমরা ওই রিটার্নটা পাই না। অথবা যে রিটার্নটা পাই, দেখা যায় যা ভেবেছিলাম, তার থেকেও অনেক বেশি খারাপ রেজাল্ট আমরা পাই। সেখান থেকেই এই চরিত্রটা আমি ধারণ করেছি।
অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, অনুরোধ থেকেই আমার অভিনয়ের ক্যারিয়ারটা যেভাবে শুরু হয়েছে। একটা সময় অভিনয়ের প্রেমে পড়ে যাই। এরপর বিরতি নিই দুই বছরের। অভিনয় নিয়ে পড়াশোনা করে তারপর অভিনয়ে ফেরা উচিত। সে কাজটিই করেছি। এ কাজের মাধ্যমে দুই বছর পর আমাকে আবার সবাই দেখবে। অভিনয় আমি কতটুকু ধারণ করি, এ কাজ দেখে মানুষ বুঝতে পারবে।
তিনি আরও বলেন, আমার জন্য চ্যালেঞ্জ ছিল, ক্রিকেটার হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলাটা, সেইসঙ্গে আমার অভিনয়ের ভাষা কতটুকু শক্ত হয়েছে এই কাজে দেখানো। দুই বছরের বিরতি, অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে। অনেক ভালোবাসা নিয়েই কাজটা করেছি। আমি খুবই খুশি, কারণ পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে।
ক্রিকেট নিয়ে গল্পে ‘বাজি’-তে অভিনয় করেছেন তাহসানও মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে। এবারের ঈদে চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। এদিকে গানের প্রসঙ্গে জানতে চাইলে তাহসান বলেন, আমি খুব খুশি, কারণ ২২ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, আর এই বছরও আমার গান শুনছেন। আমার বাবা বলতেন, বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ার খুব সীমিত হয়। কত বছরইবা মানুষ তোমার গান শুনবে? কিন্তু এত বছর ধরে যেহেতু আমার গান সবাই শুনছে, এটিই আমার ভাগ্য।
ঈদুল ফিতরে প্রকাশ হওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ইউটিউবে ২৭ মিলিয়নের বেশি দেখা হয়েছে।