হিরণকে হারিয়ে হ্যাটট্রিক করলেন দেব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ৫ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:২১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পর্দায় খলনায়কের বিরুদ্ধে লড়তে দেখা গেলেও ভোটের মাঠে টলিউড সুপারস্টার দেব লড়ছেন আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের বিরুদ্ধে। নির্বাচনী আসন ঘাটাল থেকে এর আগে দুইবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেব। এবার হিরণকে বিপুল ভোটে হারিয়ে দান দান তিন দান সম্পন্ন করলেন দেব।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। ৫২ শতাংশেরও বেশি ভোট পড়েছে দেবের বাক্সে। অন্যদিকে হিরণ ৪০ শতাংশের মতো ভোট পেয়েছেন।
৪ জুন সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিলদেব-হিরণের মাঝে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলাতে শুরু করে। স্থানীয় সময় আড়াইটা পর্যন্ত দেবের দখলে ছিল ৩,৩৬,২০৭ ভোট। হিরণের দখলে ২,৫৬,৭৯৯ ভোট। সেসময় দেব এগিয়ে ছিলেন ৮৫ হাজারেরও বেশি ভোটে।
দেব অবশ্য এর আগেই হ্যাটট্রিকের আচ দিয়েছিলেন। দুপুর ১টার দিকে নাগাদ নিজের হোয়াটস্অ্যাপ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘‘গ্র্যাটিটিউড।’’ বাংলা করলে দাঁড়ায় ‘কৃতজ্ঞতা’। সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ এবং দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই সে কথা লিখেছেন দেব।
তবে হিরণ বিজেপির মুখ পোড়ালেও কঙ্গনা ঠিকই উজ্জ্বল করছেন দলটির মুখ। নির্বাচনী আসন মাণ্ডিতে কংগ্রেসের হাই ভোল্টেজ প্রার্থীর ভিত টলিয়ে ঘরে তুলে এনেছেন জয়।