গান ছাড়বেন না আলী হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ পিএম, ২ জুন,রবিবার,২০২৪ | আপডেট: ০৩:৫২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সম্প্রতি এক বক্তব্যের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন র্যাপার আলী হাসান। বড় একটি অংশ তুলোধুনো করছে তাকে। ঠিক এরকম এক পরিস্থিতিতে শোনা যাচ্ছে গান-ই ছেড়ে দেবেন আলী।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে আলী জানালেন গান ছাড়ছেন না তিনি। তবে নিজের গানে ব্যবহার করবেন না বাদ্যযন্ত্র। গাইবেন ইসলামি গান।
আলী বলেন, ‘গান ছাড়ব না। তবে বাদ্যযন্ত্র ব্যবহার করব না। গজল ধরনের গান করব। যেগুলো ধর্মে জায়েজ সেগুলো করতে চাই।’ এজন্য একটু সময় প্রয়োজন বলে জানান আলী। কেননা হাতে বেশ কয়েকটি গানের কাজ আছে। সেগুলো শেষ হলেই নিজের পছন্দের গানে থিতু হতে চান। আলীর কথায়, ‘সময় লাগবে। কারণ আমার হাতে কিছু কাজ আছে। সেগুলো শেষ হলেই ইসলামি গান শুরু করব।’সম্প্রতি আরজে কিবিরিয়ার শোয়ে এসে আলী বলেছিলেন, ‘গান–বাজনার টাকা হারাম। আমার অটো বিজনেসের টাকা হালাল। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি।’
এরকম মন্তব্যের পর থেকেই আলীকে নিয়ে ট্রল করা শুরু হয়। এতে বিব্রত নন এই র্যাপার। তার ভাষ্য, ‘এটা আহামরি কিছু না। যেভাবে ছড়ানো হচ্ছে সেরকম না। এরকম কথা আমি আগেও বলেছি। তবে এবার বলার পর যেটা হয়েছে সম্পূর্ণ আলোচনা শেয়ার না করে কেটে কেটে যে যার মতো করে ছড়াচ্ছে। বিষয়টা নিয়ে যে এরকম ট্রল করা হবে বুঝতে পারিনি।’
তবে ট্রলে কিছু যায় আসে না আলীর। এমনটা উল্লেখ করে বলেন, ‘ট্রল আমার কাছে কোনো ব্যাপার না। মানুষ মাত্রই ভুল। সব সময় তো গুছিয়ে কথা বলা যায় না। আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি। কিন্তু সেটা নিয়ে যে এত ট্রল করবে আমার ধারণা ছিল না। এগুলো নিয়ে আমি চিন্তিত না। কারণ আমি জানি ভালো কাজ করলে মানুষ ভালো বলবে খারাপ করলে খারাপ বলবে। আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবেই।’