শাকিবের সঙ্গে নাম জড়ানোয় চটেছেন নাজিফা তুষি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ পিএম, ২ জুন,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:৪৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
খবর রটেছে পরিচালনায় নাম লেখাচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনে রেকর্ড সৃষ্টিকারী সিনেমা ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান। এবারও নায়ক হিসেবে রাখছেন শাকিব খানকে। নায়িকা হিসেবে থাকছেন নাজিফা তুষি।
এদিকে খবরটি রটে যেতে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। ভক্তদের কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার কেউ শাকিব শিবিরে স্বাগতম জানান তুষিকে। তবে বিষয়টি নিয়ে মোটেও খুশি নন অভিনেত্রী। সিনেমা প্রসঙ্গে শাকিবের সঙ্গে নাম জড়ানোয় চটেছেন তিনি।
খবরটি ভূয়া উল্লেখ করে সংবাদমাধ্যমকে তুষি বলেন, ‘আমি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমিই জানি না। খবরটি সত্য নয়। সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কী ঠিক? আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার কারও সঙ্গেই এ বিষয়ে কোনো কথাই হয়নি।’
আরও বলেন, ‘সূত্র ধরে হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হব। নতুন কাজের খবর আমিই জানাব।’