আইপিএলের ট্রফি জয়ে পর যা করলেন শাহরুখ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ২৭ মে,সোমবার,২০২৪ | আপডেট: ১১:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ক্রিকেট নিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের আবেগ বেশিই চোখে পড়ে। সিনে দুনিয়ার এই সম্রাট ভারতের খেলা হলে স্টেডিয়ামে গিয়ে হাজির হন।
শাহরুখ কতটা ক্রিকেটপ্রেমী তা আইপিলে নায়কের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা চলাকালীন সময়ে বা জয়ের পর স্পষ্ট চোখে পড়ে। স্বাভাবিকভাবেই ট্রফি লাভে নিজেকে উজাড় করে উদযাপন করবেন এই নায়ক তা বলার অপেক্ষা রাখে না।
রোববার (২৬ মে) রাতে আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে বিজয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এদিন রাতে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন শাহরুখ। জয়ের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন ‘জাওয়ান’ তারকা।
ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শাহরুখ স্ত্রী গৌরিকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করছেন।
এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে সুহানা ও ছেলে আব্রাহামকে জড়িয়ে ধরে আছেন শাহরুখ। বাবার মতো সন্তানরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।