মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২১ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:২৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঈদে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিমের ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ। আবার অভিষিক্ত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে বলা হয়েছে ঢালিউডের সেরা সংযোজন।
সম্প্রতি ছবিটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে মন্দিরা রাজকে। দুজনকে ঘিরে ডানা মেলেছে গুঞ্জন। শোনা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে মন্দিরা কথা বললেও চুপ ছিলেন রাজ। এবার মুখ খুললেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে রাজ বলেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী, মেধাবী একজন শিল্পী। প্রথম ছবিতেই সফলতা পেয়েছে। আমাদের ছবি প্রচারণায় একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ এগুলো গুঞ্জন ছড়াচ্ছে প্রেম নিয়ে। এটা সব ছবির সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে।
রাজের কাছে ১০ আগস্ট তারিখটি স্মরণীয় এবং সারাজীবন মনে রাখার মতো। কারণ ওই দিন রাজ-পরীর কোলজুড়ে আসে তাদের সন্তান। ভীষণ মিস করেন ছেলেকে; তেমনটাই জানান অভিনেতা।
মুক্তির অপেক্ষায় আছে৩ রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’। এতে তার সঙ্গে দেখা যাবে স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়কে।