‘স্পাইসি’ গান নিয়ে কটাক্ষের ঝড়, যা বললেন জেফার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ১০:২৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সম্প্রতি নতুন গান প্রকাশ করে তোপের মুখে সংগীতশিল্পী জেফার রহমান। ‘স্পাইসি’ শিরোনামের ইংরেজি গানটিতে ব্যবহার করা হয়েছে নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন। যা কিছুটা নিজের মতো করে গেয়েছেন জেফার।
এতে নাখোশ নেটাগরিকেরা। তারা মনে করছেন গানটিতে অশ্লীল অঙ্গভঙ্গী করেছেন জেফার। গায়কীতেও প্রয়োগ করেছেন তা। ফলে জেফারকে কটাক্ষ করছেন তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়িকা।
সংবাদমাধ্যমকে তিনবি বলেন, ট্রলকে কখনো পাত্তা দিতেই চাই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।
তিনি বলেন, এখন ইন্টারনেটের যুগ, সবকিছুতেই মন্তব্য করা অনেক সহজ। তাই অনেক সময় না বুঝেই অনেকে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই। এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। এ ছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে।