সদস্য পদ ফিরে পেয়ে জায়েদ বললেন, ‘সত্যের জয় একদিন হবেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ০৮:৩৮ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চিত্রনায়ক জায়েদ খান। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল। এবার নতুন কমিটি মিশা-ডিপজল প্যানেল এসে জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ১৭ মে এক সংবাদ সম্মেলনে কমিটির সহসভাপতি ডিএ তায়েব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএ তায়েব জানান, জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছিল, তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে। তা খতিয়ে দেখার পর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
ইতোমধ্যেই সদস্যপদ ফিরিয়ে দেওয়ার চিঠি দেওয়া হয়েছে জায়েদ খানকে। সেই চিঠি হাতে পেয়েছেন এ নায়ক। বিষয়টি নিয়ে জায়েদ খান কালবেলাকে বলেন, ‘আমি বিশ্বাস করি। সত্যের জয় একদিন হবেই। সেই বিশ্বাস থেকেই আমি অপেক্ষা করছিলাম। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছেন। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছেন। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি। এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। নিপুণের এমন সিদ্ধান্তকে ‘দ্বৈতনীতি’ বলে অ্যাখ্যা দিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।