কানে উত্তাপ ছড়াচ্ছেন ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ১৯ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৫১ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফ্রান্সে বসেছে ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব। প্রথমবারের মতো এই উৎসবে যোগ দিতে ফ্রান্সে গেছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কারও দাওয়াতে নয়, নিজ উদ্যোগেই কানে হাজির এই অভিনেত্রী। সেখানে গিয়ে নিত্যনতুন পোশাকে মোহনীয় রূপে ধরা দিচ্ছেন ভাবনা। ছড়াচ্ছেন দ্যুতি।
কান উৎসবে যোগ দিতে পেরে খুবই উচ্ছ্বসিত ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই কানের লাল গালিচায় হাঁটার ইচ্ছে ছিলো তার। তা পূরণ হলো বলে জানান তিনি।
শুধু কান নয়, যেকোন চলচ্চিত্র উৎসব একজন শিল্পী ও সিনেমাপ্রেমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন পরিচালক ও প্রযোজকের সাথে পরিচিত হওয়া যায়, নিজ দেশের চলচ্চিত্র ও কাজ নিয়েও কথা বলা যায়। এক কথায় অনেক অভিজ্ঞতা হয়।
লাল গালিচায় হাঁটা ও ফিল্ম দেখার পাশাপাশি তিনি কিছু শিখতে, জানতে এবং মূলত কাজের ক্ষেত্রে তার নেটওয়ার্ক বাড়াতে সেখানে গিয়েছেন। একেক দিন একেক রকম পোশাক পরবেন বলে স্যুটকেস ভরে নিয়ে গেছেন বাহারি সব ডিজাইনের পোশাক।
প্রথম দিন পরেছেন জামদানি আর কালোর উপর জমকালো জংলি ফুলের পোশাকে নজর কেড়েছেন সবার। তৃতীয়দিন পরবেন বেনারসী গাউন।
ভাবনা খুব আনন্দ ও গর্বের সাথে বলছেন যে, তিনি সেখানে একাই গেছেন। অর্থাৎ তার নিজ যোগ্যতা ও চেষ্টায়। কোনো পরিচালক বা প্রযোজকের সাথে কান উৎসবে তিনি যান নি। তবে আশা রাখছেন পরবর্তীতে তার সিনেমা নিয়ে বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জমকালো উৎসবে যোগ দেবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনা ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাকও করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর ভাবনার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। কেউ বলছেন, নান্দনিক! ঝলসে দিয়েছো চারদিক! মুগ্ধতা জানালাম।
আরেক ভক্ত বললেন, আমি আশা করি আপনার আনন্দ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত সময় কাটবে। মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন।
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ১৬০ দেশের ৩৫ হাজার চলচ্চিত্রজন যোগ দিয়েছেন। কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ফ্রান্সের কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এই উৎসবে প্রতিযোগিতায় লড়ছে ২২টি সিনেমা।