মেট গালায় আলিয়া, আর কারা আলো ছড়ালেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ৮ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:৪৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
প্রতিবছর মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসে মেট গালার আসর। বসেছিল এবারও। চলতি বছরের মেট গালায় অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের উপস্থিতি। রয়টার্স অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আর কারা মেট গালায় আলো ছড়ালেন।
মেট গালার অন্যতম আকর্ষণ ছিলেন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। এই আয়োজনের জন্য সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছেন তিনি। যার আঁচল ২৩ ফুট লম্বা।
এবারের মেট গালার অন্যতম আকর্ষণ ছিলেন তরুণ অভিনেত্রী জেনডায়া। অনুষ্ঠানে তিনি এসেছিলেন বাগানের থিমের পোশাকে।
এই সময়ের আলোচিত গায়িকা কামিলা কাবেলো এসেছিলেন আইস ওয়াটার থিমের পোশাকে। জানা গেছে, ২ লাখ ৫০ হাজার ক্রিস্টাল দিয়ে পোশাকটি বানাতে সময় লেগেছে ৪৫০ ঘণ্টা।