বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সেলেনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৬ মে,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:৪৮ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মার্কিন পপশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। নানা সময় প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। আর প্রেম নয়, এবার বিয়ের কথা ভাবছেন এই শিল্পী।
গত ডিসেম্বরে মার্কিন এই গায়িকা অফিসিয়ালি নিজের বর্তমান প্রেমের কথা সামনে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান তিনি এবং সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কো সম্পর্কে আছেন। এবার তারা বিয়ে ও সন্তানের কথা চিন্তা করছেন। তাদের পারিবারিক সূত্র থেকে হলিউডভিত্তিক এই গণমাধ্যমটিতে এমনটাই নিশ্চিত করা হয়েছে।
গায়িকার পারিবারিক সূত্র জানায়, সেলেনা তাদের সম্পর্কটি সামনের দিকে আরও একধাপ এগিয়ে নিতে চাইছেন। তিনি বিয়ের বিষয়ে ভাবছেন, যা নিয়ে পারিবারিকভাবেও কথা হচ্ছে। দুই পরিবারের সম্পর্কও খুব ভালো। তারা নিয়মিত বিষয়টি নিয়ে আলোচনা করছেন। সেলেনা তার পরিবারকে জানিয়েছেন, তিনি তার ভালোবাসা খুঁজে পেয়েছেন। এরপরই আলোচনা পারিবারিকভাবে সামনে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।