প্রথম বাংলাদেশি হিসেবে যে সম্মান পাচ্ছেন শাকিব খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০২:৫০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন ভিসা পাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে মামুন লিখেছেন, প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেলেন সুপারস্টার শাকিব খান।
এরপর লেখেন, আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে। ব্যবসা ও এ ক্যাটাগরি জব ছাড়া শুধু সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেওনির হিসাবে ভিন্ন দুই ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মান সরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে।
তিনি জানান, প্রায় বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। বলিউড বাদশাহ শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেক বড় তারকারা এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন।