এবার বলিউডে আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩ পিএম, ৪ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৫:১৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের ব্যক্তিগত স্টুডিওতে কয়েকদিন আগে গান রেকর্ড করেছেন নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। এবার ভক্তদের আরও একটি সুখবর দিলেন তিনি। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে তাঁর।
গত বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন আসিফ আকবর নিজেই। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’
যদিও কোন গান বা সিনেমায় কণ্ঠ দিয়েছেন আসিফ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে গায়কের সেই পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভক্ত-সহশিল্পীরা।
গত ২৭ এপ্রিল ঢাকা থেকে মুম্বাইয়ে পাড়ি জমান আসিফ। ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ডের পর কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন আসিফ। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেন এই তারকা। এ আর রহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছেন এই তারকা।
ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের সেই অভিজ্ঞতার গল্প তুলে ধরেছিলেন এই নন্দিত গায়ক। এর আগে ২৪ এপ্রিল লেবাননে একটি গানের শো করেন ‘ও প্রিয়া তুমি কথায়’খ্যাত গায়ক।