ফারুকীর সিনেমা নিয়ে যা বললেন লাপাতা লেডিসের গল্পকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৯ পিএম, ৪ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৩:১০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা লাপাতা লেডিস। আর মুক্তির পর থেকেই ব্যতিক্রমী গল্পের কারণে দর্শক নন্দিত হচ্ছে সিনেমাটি। সম্প্রতি দেশ রূপান্তরকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক ও লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। সাক্ষাৎকার নিয়েছেন আনিসুর বুলবুল।
বাংলাদেশের নাটক-সিনেমা নিয়ে কথা বলার এক পর্যায়ে উঠে আসে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা প্রসঙ্গ। তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ দেখেছি। এটি দেখে মনে হয়েছে, এই মানুষটা তো অন্যরকমভাবে সিনেমা বানায়। আমি অনেক মানুষকে এটি দেখতেও বলেছি। তারপর ফারুকীর ‘ডুব’ দেখেছি; তার ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যানটা’ ও ভালো লেগেছে।
তিনি আরও বলেন, আমার সঙ্গে যদি তার কখনো দেখা হয় তবে আমি তাকে বিষয়টি জানাবো। তখন তাকে জানানো হয়, আজ ফারুকীর জন্মদিন (সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ২ মে)। তখন বিল্পব গোস্বামী বলেন, আমার পক্ষ থেকে তাকে (ফারুকী) জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।