শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব: অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০৯:২৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সুদূর মার্কিন মুলুকে বসে নিজের বিয়ের খবর দিয়েছেন শাকিব খান। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছর বিয়ে করবেন। এ বিষয়ে শুরুতে চুপ থাকলেও এবার মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী ও সন্তানের মা অপু বিশ্বাস। এই অভিনেত্রী জানিয়েছেন, শাকিবের বিয়েতে তারা মা ও ছেলে মিলে মহাআনন্দ করবেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অপু। আপনার সাবেক স্বামী শাকিব খান আগামী বছর বিয়ে করবে বলে জানিয়েছেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কী? এ প্রশ্নের জবাবে বেশ উচ্ছ্বসিত হয়ে এই অভিনেত্রী বলেন, ‘বাহ্, এটা তো অবশ্যই সুখবর, সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব।’
এ সময় নিজের বিয়ের পরিকল্পনাও জানিয়েছেন অপু। তিনি বলেন, ‘আমিও বিয়ে করব, জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে এক সময় আদর্শবান ও যত্নশীল একজন মানুষ খুঁজে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’
পর্দার জুটি হিসেবে সফল হলেও বাস্তব জীবনে শাকিবের সঙ্গে ঘর বেঁধে সেই সফলতা পাননি অপু। গোপনে বিয়ে করেছিলেন তারা। সন্তান জয়ের জন্মের পর বিষয়টি মিডিয়ার সামনে আনেন অপু। এরপরই তার সঙ্গে সংসার জীবনের ইতি টানেন শাকিব। সেই ভাঙনে অপু বেশ ভেঙে পড়েছিলেন। সম্প্রতি তার আনন্দ প্রকাশই বলে দিচ্ছে, বেদনা উপশম হয়েছে।