বিয়ের পোশাক ছিঁড়ে আলোচনায় সামান্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ২৭ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:০১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বলিউডের জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্তা রুথ প্রভু। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন এই জুটি। পর্দার সেই প্রেম যেন ধরা দেয় তাদের রিয়েল লাইফেও।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে অক্টোবরে ঘর বাঁধেন নাগা চৈতন্য -সামান্তা। তবে খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি তাদের সংসার। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এবার জানা গেল, তার বিয়ের পোশাকই ছিঁড়ে ফেলেছেন সামান্থা।
বিয়ের সময় পরনে ছিল দুধ-সাদা গাউন। ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা ছিল গাউনে। আর এত সুন্দর গাউন ছিঁড়ে ফেললেন অভিনেত্রী। নিজের এই পুরনো বিয়ের পোশাককে নতুন রূপ দিতে সামান্তার সাদা বিয়ের পোশাক ছিঁড়ে এই ব্ল্যাক ড্রেস তৈরি করেছেন ডিজাইনার ক্রেশা বাজাজ।
এ বিষয়ে সামান্থা রুথ প্রভু বলেন, ‘আজ আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন পোশাকটি এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে মেধাবি ক্রেশ বাজাজ। আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে ক’টি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।’
তবে সামান্থার বিয়ের গাউন কেটে তৈরি অভিনেত্রী কালো পোশাকটিও বেশ নজর কেড়েছে ভক্তদের। আর অভিনেত্রীর বিয়ের পোশাক ছিঁড়ে একটি ব্ল্যাক ড্রেস বানিয়েছেন ডিজাইনার ক্রেশা বাজাজ।
উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন সামান্তা। ক্যারিয়ারে অভিনয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্তার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয়।