নতুন ওয়েব ফিল্মে মেহজাবীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৫ পিএম, ১৯ এপ্রিল,শুক্রবার,২০২৪ | আপডেট: ১২:২৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দার সফলতার পর নাম লেখিয়েছেন সিনেমায়। এবার তিনি নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন। শিরোনাম ‘প্রিয় মালতী’ তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এটি পরিচালনা করবেন।
এটি একটি নারী প্রধান গল্প। সিনেমায় কোনো নায়ক থাকবে না। মেহজাবীনই প্রধান চরিত্রে অভিনয় করবেন। নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গেছে।
মেহজাবীন বর্তমানে ছুটি কাটাতে মালয়েশিয়া আছেন। সেখানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন প্রিয় মুহূর্তগুলো। সেখান থেকে দেশে ফিরেই নতুন এই সিনেমার কাজ শুরু করবেন বলেও জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
বছরের শুরুতে মেহজাবীন নিজের প্রথম সিনেমা ‘সাবা’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। মাকসুদ হোসেনের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন মেহজাবীন।