‘আদম’ সিনেমার পরিচালক হিরণ আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ১৫ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:০০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন। সোমবার ১৫ এপ্রিল সকালে ঢাকার মগবাজারের একটি ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন পরিচালক বন্ধন বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা একজন মেধাবী নির্মাতাকে হারালাম। তার মৃত্যুর সংবাদ শুনেই আমি তার বাসায় ছুটে যাই। এর আগে সকালে বাসার নিরাপত্তারক্ষীকে ফোন করে হিরণ জানান, তিনি স্ট্রোক করেছেন। এরপর দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে নিথর অবস্থায় পাওয়া গেছে হিরণকে।’
‘আদম’ সিনেমা নির্মাণ করে পরিচিতি পান তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। ‘রং রোড’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করছিলেন হিরণ; এটি মুক্তির অপেক্ষায় ছিল।
আবু তাওহীদ হিরণ পরিচালিত আদমে অভিনয় করেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।