২৭ দিন জেলে ছিলাম, অভিজ্ঞতা লিখে রেখেছি: পরীমণি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০ পিএম, ৮ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:১২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এরই ফাঁকে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতে পরীমণি। কথা বলেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর ছেলে পূর্ণকে নিয়ে।
জেলজীবন প্রসঙ্গে পরী বলেন, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি। ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’
সত্যিকার অর্থে ছেলের নাম কী? সাক্ষাৎকারে সেটিও খোলাসা করলেন পরী। নায়িকা বলেন, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজ-কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।’
নানাভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে পরী বলেন, ‘এখনো ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’