আবার দুই ভাইয়ের গান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ১৮ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৫:০৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদিতে গাইছেন সংগীতশিল্পী দুই ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান। ফোক ও আধুনিক ধারার সমন্বয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল; সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
১ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির সেটে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে তাঁদের সঙ্গে আটজন তরুণ বিট বক্সারকে পাওয়া যাবে।
প্রতীক ও প্রীতমের বাবা প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু ইত্যাদিতে নিয়মিত গান করেছেন। গানের ফোক অংশে ইত্যাদিতে গাওয়া মিলুর একটি গানের ছোঁয়া থাকবে।
ইত্যাদির মাধ্যমেই প্রথমবারের মতো ছোট পর্দায় অভিষেক ঘটেছিল প্রতীক ও প্রীতমের; একসঙ্গে গান করেছিলেন তাঁরা। দীর্ঘদিন পর আবার একসঙ্গে ইত্যাদির দর্শকদের সামনে আসছেন তাঁরা। শিল্পী মিলুর সপরিবার জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটিও ইত্যাদিতে প্রচারিত হয়।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
কোক স্টুডিও বাংলায় ফজলু মাঝির ‘দেওরা’ গানে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন প্রীতম হাসান; গানটির সংগীত পরিচালনাও করেছেন তিনি। লোকগানের সঙ্গে আধুনিক গানেও নিজেকে শাণিত করছেন প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গানে পাওয়া গেছে তাঁকে।
গানের বাইরে অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন প্রীতম। সম্প্রতি চরকি অরিজিনাল সিনেমা কাছের মানুষ দূরে থুইয়া-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।
আলোচিত গান ‘বেয়ানসাব’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি